টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দৈবগাতি গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৪টায় উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের দৈবগাতি গ্রামের স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।
নিহত গৃহবধূ ওই এলাকার আব্দুল মজিদের ছেলে দিনমজুর জাকিরের স্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার ঠান্ডু মন্ডলের মেয়ে সাথী খাতুন (২৪)।
নিহত গৃহবধূর বাবা ঠান্ডু মন্ডল জানান, তার মেয়ে সাথীকে হত্যা করে আমাদের জানানো হয়েছে সে মারা গেছে। আমরা এর বিচার চাই।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ফয়জুর রহমান জানান, বিকাল ৪টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন, ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর