গণহত্যা দিবস ও কালরাতে টাঙ্গাইলে আলোর মিছিল, বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় শহরের শামসুল হক তোরণের সামনে থেকে আলোর মিছিল বের হয়ে বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে সকল শহীদদের প্রতি প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার পক্ষে মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানসহ বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবক মূলক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও নাহার আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মর মাগফেরাত কামনায় মোনাজাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নগর নাট্যদল, শিকড়, শিশুদের জন্য ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় জেলা সদর পানির ট্যাংকের পাশের এই বধ্যভূমিতে অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা হত্যা করে।
বিডি প্রতিদিন/আবু জাফর