মেয়াদোত্তীর্ণ হওয়ায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার (২৫ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত করা হয়। একইসঙ্গে ওই বিজ্ঞপ্তিতে নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্র।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরে আনন্দ মিছিল বের করে পদ-প্রত্যাশী ও বঞ্চিত নেতা-কর্মীরা। এসময় বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে মিছিল থেকে ১৫-২০ টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ এপ্রিল মো. শাহাদাৎ হোসেন শরীফকে সভাপতি ও জিয়াউল করিম নিশানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে বিভিন্ন শাখা কমিটি গঠনে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠে ওই কমিটির বিরুদ্ধে। দীর্ঘ সময় ধরে জেলা কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়। এমন প্রেক্ষাপটে এদিন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটি বিলুপ্ত করে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি- সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের নিকট থেকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত আহবান করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সিদ্দিকী নাজ, উপ-আইন সম্পাদক শাহেদ খান ও সহ-সম্পাদক জাহেদুল ইসলাম নোমানকে দায়িত্ব দিয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করার নির্দেশনাও দেয় কেন্দ্র।
এদিকে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণার পর রাতে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। এদিকে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের বিষয়টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সিদ্দিকী নাজ নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর