গাজীপুরের কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ শনিবার সকালে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ