নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর শহীদ স্মৃতিস্তম্ভ ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা পরিষদ, যুবলীগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। এরপর মেহেরপুর স্টেডিয়াম মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াচ, শরীরচর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১টায় মেহেরপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ