বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদপান করা হচ্ছে।
আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকালে শিবগঞ্জে শহীদ বেদী ও মুজিব ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
পরে চাঁপাইনবাবগঞ্জ আ.আ.ম বাচ্চু বাচ্চু ডা. স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ও পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব।
বিডি প্রতিদিন/নাজমুল