মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
সকাল সাড়ে ৭টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন জাতির পিতার ম্যুরালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর. জেলা ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাস, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ, বিএনপি, জাতিয় পার্টি,জাসদসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার জহিরুল ইসলাম সালাম গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ