সিরাজগঞ্জে নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
এরপর বিজয় সৌধ মুক্তির সোপানে মহান মুক্তিযুদ্বে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী ও শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৮টায় জেলা প্রশাসন কর্তৃক শহিদ সামছুদ্দিন ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্বা, পুলিশ, আনসারসহ সামাজিক সেচ্ছাসেবী এবং নিম্ন-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত কুচকাওয়াজ সালাম গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ