বাগেরহাটে জেলা ও উপজেলাসহ মোংলা বন্দরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসের শুরুতেই সকাল সাড়ে ৬টায় বাগেরহাটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ আওয়ামী লীগ, বিএনপি, প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠন।
মোংলায় সকাল ৯ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এরপর পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, অফিসার এ্যাসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ।
বাগেরহাটে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুচনা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের শরীরচর্চা, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জেলা ও উপজেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভা নানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন