মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের শপথ করেছেন বিডি ক্লিনের হাজারো সদস্য। আজ শনিবার বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে পরিচ্ছন্ন শহর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ শপথ করেন তারা।
দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন শেষে শপথ বাক্য পাঠ করান লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। বিডি ক্লিনের জেলা উপদেষ্টা হাফিজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেলা পরিষদ সদস্য আরিফ হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল