মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে স্বাধীনতা বই মেলা ২০২২। গতকাল শক্রবার বিকেল পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গনে বই মেলার উদ্বোধন করবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাধীনতা বই মেলা উদযাপন পরিষদের আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত এই মেলা চলবে ২৮ মার্চ পর্যন্ত। মেলার আহব্বায়ক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভানুলার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ডা. হরিপদ রায়।
উপস্থিত ছিলেন ওসি শামীম অর রশীদ তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, শিক্ষক জহর তরফদার, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর, ড. বিনেন্দু ভৌমিক প্রমূখ। দেবাশীষ চৌধূরীর সঞ্চালনায় সুচনা বক্তব্য রাখেন মেলার সদস্য সচিব বিকুল চক্রবর্তী। মেলায় বিভিন্ন লেখক, কবি ও প্রকাশনার ১১টি স্টল রয়েছে। এর মধ্য রয়েছে ঢাকার ইত্যাদি প্রকাশনী, তিউড়ী প্রকাশনী, মাছরাঙ্গা প্রকাশনী। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি বইয়ের স্টল দিয়েছে। রয়েছে মুক্তিযুদ্ধ যাদুঘরের বই নিয়ে একটি স্টল।
দুইদিন ব্যাপি এই মেলায় রয়েছে সাহিত্য আড্ডা, পুস্তক আলোচনা, স্বরচিত কবিতা আবৃত্তি এবং সংগীতানুষ্ঠান। প্রতিদিন এই মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিডি প্রতিদিন/এএ