খাগড়াছড়ি পার্বত্য জেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য ও শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুল আজিজ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে শহরে শোভাযাত্রা করে স্মৃতিসৌধে ফুল দিয়ে দেশের জন্য আত্ম-উৎসর্গকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল