মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাটোরে জেলা বিএনপির র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ৫০বছর উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে হাফরাস্তা মোড় হয়ে অনিমা চৌধুরি অডিটোরিয়ামের সামনে থেকে ঘুরে আবার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ