নোয়াখালীতে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
মুক্তিযোদ্ধা সংসদসহ জেলার নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে।
সকালে শহীদ ভুলু স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল