বরগুনায় ২৬ মার্চ বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সকাল সাড়ে ছয়টায় শহীদ গণকবরে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান। পর্যায়ক্রমে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, সিভিল সার্জন, বরগুনা প্রেসক্লাব, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ অর্ধ শতাধিক সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।
বিডি প্রতিদিন/নাজমুল