যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুস্পার্ঘ্য অর্পন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন বরা হয়। এসময় লক্ষ্মীপুর-৩ সদর আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু উপস্থিত ছিলেন। এদিকে শত বছরের ঐতিহ্যবাহী টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ব্যাতিক্রমী আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। আমরা ক’জন মুজিব সেনার আয়োজনে রচনা প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর ভাষন ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা হারুন আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, কবি মুজতবা আল মামুন। এছাড়া দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিডি প্রতিদিন/এএ