হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে ধানের লগ্নির টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রহমত আলী (৬০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই গ্রামে মৃত সাজিদ উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শতমুখা গ্রামের রহমত আলীর ছেলে রুবেল ওই গ্রামে খেলু মিয়ার ছেলে লিংকন এর নিকট ধানের জন্য ৭০০ টাকা লগ্নি দেয়। লগ্নির পাওনা টাকা নিয়ে গত বৃহস্পতিবার রুবেল ও লিংকন এর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।এই বিরোধ নিস্পত্তির জন্য শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় স্থানীয় মুরুব্বিরা সালিশের মাধ্যমে নিস্পত্তির উদ্যোগ নেন।
আপোস প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আজ শনিবার সকালে নিহত রহমত আলী গরু নিয়ে হাওরে গেলে খেলু মিয়ার লোকজন তার উপর হামলা করে গুরুতর আহত করে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রহমত আলীকে উদ্ধার করে ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান হাসপাতালে উপস্থিত হন। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ