গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ভোরে ৩২ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে স্মৃতিসৌধ ৭১, শহীদ স্মৃতিস্তম্ভ, গণকবর, বধ্যভূমি, উপজেলা প্রশাসনের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, শ্রীপুর পৌরসভা, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও গণকবর জিয়ারত করা হয়।
আয়োজনের মধ্যে প্রধান আকর্ষণ ছিল শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের কুচকাওয়াজ।
পরে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন আর রশিদ ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ ফকির, মো. মতিউর রহমান এবং আ হ ম এনামুল হক।
বিডিপ্রতিদিন/কবিরুল