জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে।
আজ শনিবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকে পুস্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ জেলার সর্বস্তরের মানুষ।
বিডি প্রতিদিন/ফারজানা