দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। আজ শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় দিবসটির সূচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নাটোর শহরের স্বাধীনতা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও কান্দিভিটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
জেলা সকাল ৮টায় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে।
বিডি প্রতিদিন/ফারজানা