মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাটে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার পূর্ব বাজার ন্যাশনাল ফিলিং স্টেশন এলাকা থেকে শত শত নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য নওগাঁ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে উপজেলা সদরে র্যালি বের করা হয়।
র্যালি শেষে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান, নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, বিএনপি নেতা আবু তাহের চৌধুরী মন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, উপজেলা মহিলা দলের সদস্য সচিব নাজমুন নাহার, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক লাভলী আক্তার, উপজেলা মহিলা দলের সদস্য নাহিদ সুলতানা ও মহিলা নেত্রী মৌসুমী প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল, থানা বিএনপির আহবায়ক ফেরদৌস খান, সাবেক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সম্পাদক রেজুয়ান হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ