ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ২২ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার সকালে উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান অবৈধভাবে কিছু বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন খবরে সীমান্ত এলাকায় অভিযান চালান তারা।
আটককৃতদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল এবং বগুড়া জেলার বিভিন্ন গ্রামে।
বিজিবি জানিয়েছে, তাদের নামে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তারা চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে বিজিবির কাছে স্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল