ঝালকাঠিতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ।
সকাল ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন। পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঝালকাঠি জেল কন্টিনজেন্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লসগাইড প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা, গার্লস ইন স্কাউট, শিশু পরিবার এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শনের পরে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অন্যান্য আয়োজনের মধ্যে প্রীতি ফুটবলম্যাচ, হা-ডু-ডু প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল