‘বন্ধুই জীবনের শ্রেষ্ঠ উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে ৯৫ ফাউন্ডেশন কাজিপুর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক রমজানের এক সপ্তাহ পূর্বের ন্যায় এ বছরও শনিবার দুপুরে কাজিপুর তারাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
৯৫ ফাউন্ডেশন কাজিপুরের সভাপতি প্রকৌশলী মো. আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
৯৫ ফাউন্ডেশন কাজিপুরের সাধারণ সম্পাদক ছাব্বির আহম্মেদের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯৫ ফাউন্ডেশন কাজিপুরের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান, কাজিপুর পৌরসভার মেয়র এম এ হান্নান, শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন সরকার, তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ৯৫ ফাউন্ডেশনের সহ সভাপতি মো. হাফিজুর রহমান ও মো. সোলায়মান হোসেন সোহাগ প্রমুখ।
৯৫ ফাউন্ডেশনের কাজিপুরের সাংগঠনিক সম্পাদক এস. এম সরোয়ার-এ-আলমের উপস্থাপনায় ৭০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, মুড়ি, চিনি, চিড়া, সেমাই ও ইফতারি ক্যালেন্ডার।
বিডি প্রতিদিন/আবু জাফর