ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ ২৮ বছর বয়সী নাইমুর রহমান সৌরভ ওরফে খৈয়ামকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃত খৈয়াম উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রামের শমসের আলী হাওলাদারের ছেলে।
বিয়য়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন। তিনি বলেন, 'শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইন্দ্রপাশাগ্রামের নিজ বাড়ি থেকে খৈয়ামকে আটক করা হয়। তখন তার কাছ থেকে ১১'শ পিস ইয়াবা ট্যাবলেট জ্বব্দ করা হয়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র বলেন, রাতে খৈয়ামকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। শুক্রবার রাত ১০টায় খৈয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা করা হয়েছে। শনিবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম