স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। নগরীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা জানান মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের।
এদিন সকালে নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি শাহীন আকতার রেণীসহ নেতৃবৃন্দ।
সকালে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিক্ষার্থীরা পরিবেশন করে কুচকাওয়াজ। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর