চাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁদপুর বিচার বিভাগ আয়োজিত সেমিনারে অংশ নেন বিচার বিভাগের বিচারকসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। জেলা জজ আদালত সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান।
দিবসের শুরুতে আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা দায়রা জজ এস এম জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াছমিনসহ আইনজীবীরা।
শুরুতেই কোরআন তিলাওয়াত করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন ও গীতা পাঠ করেন সহকারী জজ লাভলী শীল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. সাকিব হোসেন।
বক্তব্য দেন যুগ্ম জেলা ও দায়রা জজ (১) মো. শাহেদুল করিম, যুগ্ম জেলা ও দায়রা জজ (২) অরুণ পাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন, সহকারি জজ ইবরাহীম সরকার, আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মাইনুল আহসান, পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জিপি অ্যাডভোকেট আবদুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম, এড. শেখ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট হুমায়ূন কবির সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা