জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিকে সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পরলে নড়ে চড়ে বসে পুলিশ। এ ব্যাপারে তথ্য, প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের প্রধানসহ চার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
আটককৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ধারকি প্রধান পাড়া গ্রামের মছির উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (২৮) একই গ্রামের চৈতুনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) হাফিজ মন্ডলের ছেলে আব্দুল মোমেন (৩০) তোতা মিয়ার ছেলে তাজেল হোসেন (২৮)।
(ওসি) আলমগীর জাহান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে জয়পুরহাট,নওগাঁ,বগুড়া,গাইবান্ধাসহ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চালিত গভীর নলকুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরিকাজে ব্যবহৃত লাইলনের দড়ি,কাটার প্লাস ও চারটি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ