স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ করায় মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানোয়ারুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ ও পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই