কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক শত্রুতার জের ধেরে চার মাস বয়সি শিশুকে অপহরণ করে তার আপন বড় চাচাসহ তিন অপহরণকারী। তবে অপহরণ করেও বাঁচতে পারেনি অপহরণকারী চক্রের সদস্যরা। বাসের ষ্টাফ ও যাত্রীদের সহায়তায় রক্ষা পায় অপহৃত শিশু নুরুল কাদের। অপহৃত শিশু ও অপহরণকারীদের তুলে দেয়া হয় চট্টগ্রাম জেলার কর্ণফূলী থানা পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ডেইঙ্গা কাটা এলাকায়।
বুধবার দুপুরের দিকে কর্ণফুলী থানা পুলিশ ওই শিশুকে উদ্ধার ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। পরে বুধবার রাতে চকরিয়া থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের কর্ণফুলী থানা অপহৃত শিশু ও অপহরণকারীদের নিয়ে আসে।
এ ঘটনায় অপহৃত শিশুর মা জোসনা আক্তার বুধবার রাতে বাদী হয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আসামি করে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন। পরে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানা পুলিশ এজাহারটি মামলা হিসেবে রুজু করেন।
আসামিরা হলেন- চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডেইঙ্গাকাটা এলাকার আলী হোসেনের ছেলে ও অপহৃত শিশু বড় চাচা মো.আল আমিন (২৬), চট্টগ্রামের পাচঁলাইশ থানার ষোলশহর এলাকার মো. ফারুকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়ার মাগুরাবাজার এলাকার মোজাম্মেলের ছেলে নুরুন্নবী (২৫)।
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শিশুর আপন বড় চাচা পারিবারিক শত্রুতার জের ধরে চার মাস বয়সি শিশু নুরুল কাদেরকে অপহরণ করে। পরে চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ বাসের সুপারভাইজার ও যাত্রীদের সহায়তায় ওই শিশুকে উদ্ধার ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুর চাচা মো. আল-আমিন তার ছোট ভাইয়ের পরিবারকে অনেক অত্যাচার করেছে। তারপরও তারা সহ্য করে গিয়েছে। সর্বশেষ বড় চাচা শিশু নুরুল কাদেরকে অপহরণ করল।
বিডি প্রতিদিন/এএম