ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তারা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে ও বর্তমান বিশ্বনাথ দোকানীপাড়া গ্রামের বাসিন্দা আবুল খায়ের (৪১) ও একই জেলার ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে আকিল আলী (৩৩)। আজ বৃহষ্পতিবার ভোরাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের অন্য সহযোগি সুনামগঞ্জের ছাতক উপজেলার জয়নগর গ্রামের রহমত আলীর ছেলে নূর আলী (৩৭), জয়নগর টিল্লাগাঁও গ্রামের গইট্টা মিয়ার ছেলে নবীর হোসেনসহ (৩৫) অজ্ঞাত ৪-৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস, তালা ভাঙ্গার একটি লম্বা লোহার কাটার, দুটি ধারালো অস্ত্র, বড় লোহার খুন্তি জব্দ করে পুলিশ।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ বলেন, ভোর রাত সাড়ে ৪টার দিকে বিশ্বনাথে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। খবর পেয়ে সড়কে চেকপোষ্ট বসায় পুলিশ। এক পর্যায়ে কালিগঞ্জ বাজারে তল্লাশিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও অস্ত্র, গাড়িসহ দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
বিডি প্রতিদিন/এএ