কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে জালাল আহমদ (৪২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর একটি দল। এসময় তার কাছ থেকে ছয়টি বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বুধবার রাত আড়াইটার দিকে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়া এলাকা থেকে সন্ত্রাসী জালাল আহমদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জালাল আহমদ একই এলাকার মো. শরীফের ছেলে ও সন্ত্রাসী আনছারুল ইসলাম টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদের গোপন খবরে সন্ত্রাসী জালাল আহমদকে আটক করা হয়। তিনি গ্রেপ্তার এড়াতে প্রতিবেশী জহিরের ঘরে আত্মগোপনে ছিলেন। এসময় জালাল আহমদের দেখানো মতে তার পুকুরের পাড়ে বিশেষভাবে লুকিয়ে রাখা দেশীয় তৈরি ছয়টি বন্দুক, আট রাউন্ড গুলি, গুলির একটি খোসা ও তিনটি রামদা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল আহমদ স্বীকার করেন, সন্ত্রাসী কর্মকান্ড এবং অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র-গোলাবারুদসমূহ তার নিজ হেফাজতে লুকিয়ে রেখেছিলেন।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন, জালাল আহমদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি, জমি দখল, চুরি, ডাকাতি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি আরও বলেন, মূলত সন্ত্রাসী টিপুর সরাসরি নেতৃত্বে স্থানীয় নিরীহ জনগণের উপর প্রতিনিয়ত লুটপাট, চিংড়ির প্রকল্প দখল, চাঁদাবাজি, হত্যা ও জখমসহ নানা অপকর্ম মাঠ পর্যায়ে সন্ত্রাসী জালালের মাধ্যমেই পরিচালিত হতো।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসী জালালকে বৃহস্পতিবার সকালে থানায় হস্তান্তর করেছে র্যাব-১৫। এ অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব-১৫ এর একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম