কুষ্টিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে কুষ্টিয়া পৌর সভার কাউন্সিলর আসাদুর রহমান আশার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে শহরের লাহিনী বটতলা এলাকায় অবস্থিত লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে ওই কাউন্সিলরসহ কয়েকজন মিলে প্রধান শিক্ষক নজরুল ইসলামকে পিটিয়ে আহত করে। অভিযুক্ত আসাদুর রহমান আশা কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর।
পরে হামলাকারী কাউন্সিলর আশাসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। প্রায় ঘণ্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত পৌর কাউন্সিলর আসাদুর রহমান আশার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন