বায়ূদূষণ রোধে ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ও গাঙ্গুটিয়া ইউনিয়নে অভিয়ান চালিয়ে ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই অবৈধ ইটভাটার মালিকদের ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক হায়াতমাহমুদ রকিব.পরিদর্শক প্রতীক ইসলাম ।
ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় এবং আবাদি জমির মাটি কাটাসহ বায়ুদূষণের অভিযোগে ধামরাইয়ের সুতিপাড়া ও গাঙ্গুটিয়া ইউনিয়নেসহ বিভিন্ন এলাকার ৩টি ভাটায় অভিযান চালানো হয়েছে। তাদের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ