রমজানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবি’র পণ্য দেওয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার ছয়জন ডিলারের মাধ্যমে জেলা সদরে টিসিবি পণ্য দেওয়া হয়। প্রত্যেককে চিনি ৫৫ টাকা কেজি, মশুর ডাল ৬৫ টাকা কেজি, সয়াবিন ১১০ টাকা কেজি ও ছোলা ৫০ টাকা কেজি দরে প্রতিটি পণ্য দুই কেজি করে দেওয়া হয়।
জেলা সদরসহ নয়টি উপজেলায় ৮৪ হাজার কার্ডধারি ভুর্তকি মূল্যে পাচ্ছে টিসিবি’র পণ্য। রমজানের আগে ও মাঝামাঝি সময়ে দুইবার করে পণ্য দেওয়া হবে বলে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়। এরই আলোকে ২০ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। রমজানের মাঝামাঝি সময়ে আবার টিসিবি’র পণ্য দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন