ব্রাহ্মণবাড়িয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশাল গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বুধবার রাতেই ওই শিশুর বাবা থানায় মামলা দায়ের করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুর পিতা থানায় মামলা দায়ের করেছেন। আমরা অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছি। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন