চুয়াডাঙ্গায় ৪৬০ পিস ইয়াবাসহ মো. জিলাম (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বেলা আড়াইটায় সদর উপজেলার বদরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা মল্লিকপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর আসে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজার এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এ খবরের ভিত্তিতে র্যাব-৬’র একটি দল বরদগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন মাদক কারবারি হিসেবে মো. জিলাম নামের এক ইজিবাইক চালককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৬০ পিচ ইয়াবা, একটি ইজিবাইক, একটি মোবাইল ফোন এবং সাড়ে তিন হাজার টাকা।
র্যাব আরো জানায়, জব্দকৃত আলামত ও আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম