প্রেমের ফাঁদে প্রতারণা করে ধর্ষণ অভিযোগে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্ট মালিক রাহমাতুর রাফসানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভিকটিমের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতের কাছে তাকে সাতদিনের রিমান্ডে চাওয়া হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানান কোর্ট ইন্সপেক্টর মনিরুজ্জামান। এর আগে বুধবার রাতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাহমাতুর রাফসান অর্নব সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কর্ণমুর্তি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আদালতের কাছে অর্নবকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় ভিকটিমকে শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি আরও জানান, রাহমাতুর রাফসান অর্নব দিনাজপুর শহরের পাহাড়পুর ষষ্টীতলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। অর্নব শহরের গণেশতলা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। গত বুধবার রাতে দিনাজপুর শহরের নিজের ভাড়া বাসায় ভুক্তভোগী নারীকে নিয়ে যায় অর্নব। ভুক্তভোগী নারীর চিৎকারে বাড়ি মালিকসহ প্রতিবেশীরা এসে তাকে আটক করে পুলিশে দেয়।
বিডি প্রতিদিন/এএম