‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’-এই শ্লোগানে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম এলাকা হকের চরে দুই শতাধিক দুর্গত ও নিম্নবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ওই চরের নয়া বাজারে জেলা পুলিশের উদ্যোগে ওইসব মানুষকে খাবার বিতরণ করে পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, এএসপি (সদর সার্কেল) জিয়াউর রহমান, এএসপি (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম,সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ