কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শাখা ও সকল অঙ্গ সংগঠন প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো. কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, বিএনপির নেতা মজিবর রহমান, মোস্তাফিজুর রহমান, গুড্ডু এহসান, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, পুটু, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, যুবদল নেতা আবদুর সবুর সবুজ, ফেরদৌস রহমান, শাহাজান আলম স্বপন, রাশেদ, রুবেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক সামছুদ্দিন শেখ গল্টু, কৃষকদলের সভাপতি মিঠু, জেলা মহিলা দলের সহ-সাধারন সম্পাদক হাসিনা মমতাজ মুক্তা, মৎস্যজীবি দলের লোকমান, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারন সম্পাদক সাব্বির হোসেন ছনি প্রমুখ। দুপুর ৩টায় শ্রমজীবি মানুষরা প্রতীকী অনশনকারি বিএনপি নেতাদের পানি পান করিয়ে অনশন ভাঙায়। এরপর তারা অনশন থেকে উঠে আসে।
বিডি প্রতিদিন/এএ