ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে খন্ড খন্ড বিক্ষোভ করেছে স্কুলের ছাত্ররা। বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা একাধিক মিছিল নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়। পরে সংঘবদ্ধ হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় যায়। এসময় তারা জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন। বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির শাস্তি দাবি করে। তাকে অপসারনের দাবিও জানান তারা। তাদের বিক্ষোভের সময় পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলন কারীরা জানায়, বিভিন্ন সময় সিলেবাসে বাধ্যতামূলক নোট বই, একাধিকবার সেশন ফি ও করোনা কালীন সময়ে এসাইনমেন্ট ফি নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। দশম শ্রেণির এক শিক্ষার্থী অভিযোগ করেন, সরকার বিনামূল্যে বই দিলেও তাদের নোটবই কিনতে বাধ্য করা হয়েছে। যারা বই কিনেনি তাদের ক্লাস থেকে বের করে দেয়া হয়েছে বিভিন্ন সময়। অপর এক শিক্ষার্থী বলেন, করোনাকালে টাকা নেই বলে ১৯ জন খন্ডকালীন শিক্ষক ও দুইজন অফিস সহকারিকে বের করে দেয়া হয়েছে। অথচ আমাদের কাছ থেকে করোনার মধ্যেও সকল বেতন, এসাইনমেন্ট ফি আদায় করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ