বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর সভার মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, সরকারি সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রতিটি জিনিষের দাম বৃদ্ধি করেছে। তারা জনগনের পকেট কেটে সেই টাকা বিদেশে পাচার করছে। জনগনের কাছে তাদের কোন জবাবদিহীতা নেই। তিনি বৃহস্পতিবার বিকেলে নিত্যপণ্যের অস্বাভাবিক উর্ধ্বগতি ও দূর্নীতির প্রতিবাদে বগুড়া সদর উপজেলা বিএনপির প্রতিকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দলের নেতাকর্মীরা বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়ায় অনশন কর্মসূচী পালন করেন। সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগাঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন ও আতিকুর রহমান আতিক।
বক্তব্য শেষে সদর উপজেলা সভাপতি খান রুবেলকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান প্রধান অতিথি বাদশা। এতে সদর উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদলের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে নন্দীগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন। এ ছাড়া জেলার প্রতিটি উপজেলায় বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচী পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ