বগুড়ার নন্দীগ্রামে কেজি একাডেমি এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান।
ম্যানেজিং কমিটির সভাপতি আতোয়ার হোসেন মান্নার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক শিক্ষক শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফুল হক উজ্জল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ