কক্সবাজারের টেকনাফের উত্তর শিলখালী এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি আতা উল্লাহ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১মার্চ) বিকালে বাহারছড়া ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেই ব্যক্তি উত্তর শিলখালী এলাকার মৃত মকবুল আলীর ছেলে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, তদন্ত কেন্দ্রের এএসআই জামাল মীর সঙ্গীয় ফোর্সসহ উত্তর শিলখালী মেরিনড্রাইভ সংলগ্ন পশ্চিমের ঝাউবনে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় নারী ধর্ষণ, হত্যা চেষ্টা ও মারামারিসহ অর্ধডজন মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ