দিনাজপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে স্টেশনের কুলি সর্দারসহ টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ। এসময় আটকদের কাছ থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা দু'টি টিকিট ও এক হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- রুস্তম আলী (৪৫) দিনাজপুরের বিরল উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের জয়নুল মুদিখানা এলাকার আব্দুস সামাদের ছেলে এবং ফারুক হোসেন (৫০) দিনাজপুর শহরের সুইহারী মির্জাপুর এলাকার মামুনুল ইসলামের ছেলে। ফারুক হোসেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের কুলি সর্দার বলে জানা যায়।
এসময় দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দু’জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি কার্যক্রমের সঙ্গে জড়িত। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের সহযোগীদের ধরতে দুদকের কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ