চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. মোহুবুল ইসলাম কালু (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্ত মোহুবুল ইসলাম কালু হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের মোঃ আলফাজ উদ্দিনের ছেলে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৩ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া হায়াতের মোড় এলাকার মৃত একরামুলের আমবাগানে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৫’শ গ্রাম হেরোইনসহ মোহুবুলকে আটক করে। এ ঘটনায় র্যাব-৫ এর সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসান বাদী হয়ে মোহুবুলকে আসামী করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন এবং মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম একই সালের ১১ ফেব্রুয়ারী তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি পলাতক ছিল।
বিডি প্রতিদিন/এএম