মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রতিবন্ধী নারীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করেছেন। পরে পুলিশ উপজেলার উদনাছড়া চাগান থেকে রমন প্রধান (৩০) নামে এক যুবককে আটক করেছে।
রমন উদনাছড়া চা বাগানের ৮ নম্বর বস্তির বাসিন্দা মৃত সুদর্শন প্রধানের ছেলে। গত সোমবার এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার রাতে উদনাছড়া চা বাগানের দুর্গাবাড়ি থেকে পূজা দেখে ঘরে ফেরার পথে প্রতিবেশী রমন ওই প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক বাঁশ ঝাড়ের নিচে নিয়ে ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আটক মামলার আসামি রমনকে আদালতে পাঠানো হয়েছে। আর ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এমআই