লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকার সেবকদাস গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার করে ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র।
গতকাল বুধবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান পরিচালনার সময় ১৭০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
তারা হলেন- উপজেলা গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামের মাইদুল (২৪), রবিউল ইসলাম (২২), সনজিত রায় (২০), হাসান আলী (২৯), সামাদ (২১) ও শফিকুল ইসলাম (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়ন এলাকায় মোটরসাইকেল যোগে গ্রেফতারি পরোয়ানা ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন তদন্ত কেন্দ্রের একটি দল। অভিযানে বৃহস্পতিবার ভোরের দিকে বলাইরহাট বাজার এলাকায় অবস্থানকারী টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়ির আঙ্গিনায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় চলছিল। পরে পুলিশ ধাওয়া করে ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জনকে আটক করে। পরে পুলিশর উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করে।
মাদক বিরোধী অভিযানে আটক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন, থানায় মামলা হওয়ার পর আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর