মানিকগঞ্জে আন্তঃজেলার ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান। গ্রেফতারকৃত ডাকাতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
সিংগাইর থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন, গত ৬ এপ্রিল হরিরামপুর উপজেলার কৌড়িতে অবস্থিত সিএফসিএল ডেইরী ফার্মের ৩টি ষাড় গরু তাদের নিজস্ব পিকআপভ্যানে করে ঢাকায় নেওয়া পথে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় ১০-১২ জনের ডাকাতদল ব্যারিকেট দেয়। এসময় গরু বহনকারী পিকআপের চালক মাহবুবুল্লাহ, রাখাল রহমত ও সোহানকে মারধর করে গরুসহ পিকআপভ্যানটি দ্রুত সটকে পরে ডাকাতদল। ১০ এপ্রিল গরু ফার্মের পক্ষ থেকে সিংগাইর থানায় একটি মামলা করা হয়। সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাভার আশুলিয়া, ধামরাই ও গাজীপুর জেলার জয়দেবপুর এবং বাসন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
ডেইরী ফার্মের ম্যানেজার গোলাম আজাদ সরকার বলেন, তাদের ডেইরী ফার্মের ৭শ গরু রয়েছে। গত ৬ এপ্রিল রাতে ফার্ম থেকে ৩টি ষাড় গরু ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে সিংগাইর মানিকগঞ্জ সড়কে গারাদিয়া এলাকায় ডাকাত সদস্যরা একটি ট্রাক দিয়ে ব্যারিকেট দিয়ে পিকআপসহ গরু ডাকাতি করে নিয়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ডাকাতির পর পুলিশ মাঠে নেমে কাজ শুর করেন। ডাকাতি হওয়া গরু দ্রুত জবাই করে মাংশ বিক্রি করে দেয় ডাকাতরা। পুলিশ এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার ও লুট হওয়া পিকআপভ্যানটি উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ৮ ডাকাত সদস্যের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বাকী দুইজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ