অপহরণের ১৮ ঘন্টা পরেও উদ্ধার হয়নি পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী। সোমবার রাতে পটুয়াখালী শহরের ব্যবসায়ী শিবু লাল দাসকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রাত ৯ টার দিকে গলাচিপা উপজেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে পটুয়াখালীতে নিজ বাসায় ফেরার সময় গলাচিপার হরিদেবপুর-শাখারিয়া আঞ্চলিক মহাসড়কের পথিমধ্যে যেকোন এক স্থান থেকে অপহরণ হয়েছেন শিবু দাস।
এ সময় তার ব্যক্তিগত সহকারী ও গাড়ীসহ তাকে অপহরণ করা হয়েছে। তার ব্যবহৃত প্যারাডো গাড়ীটি বরগুনা জেলার আমতলী উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকার একটি তেলের পাম্প থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পটুয়াখালী পুলিশ। শিবু লাল দাসকে উদ্ধারের জন্য র্যাব, পুলিশ ও সিআইডির একাধিক টিম করছে বলেও জানা গেছে।
এদিকে গত রাত তিনটার দিকে শিবু লাল দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীর ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে পরিবার ও একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
শিবু লাল দাস পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা। তিনি
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, সোমবার রাতেই শিবু লাল দাসের ব্যবহৃত গাড়ীটি আমতলী থেকে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ দাবি করা একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। শিবু লাল দাসকে উদ্ধারে পুলিশের ছয়টি টিম কাজ করছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল হাসান জানান, শিবু লাল দাসকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং তার গাড়ীটি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ